fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:০৬

৬দিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে শুভ্রত মারা গেছে

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ২২, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে
৬দিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে শুভ্রত মারা গেছে

মায়ের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে রাতভর নির্মমভাবে নির্যাতনের শিকার শুভ্রত মন্ডল (১৮) মারা গেছে। ৬দিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে শনিবার (২১ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শুভ্রত শহরের জিউসপুকুর পাড় শনিমন্দির সংলগ্ন এলাকার মাঈনুদ্দিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া সুরেশ মন্ডলের ছেলে। সে পেশায় হোসিয়ারী শ্রমিক ছিল।

 

এ ঘটনায় নিহতের মা গৌরি মন্ডল বাদী হয়ে রোববার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তার ছেলে মৃত্যুর আগে যাদের নাম বলে গেছে তাদের আসামী করা ছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করেছেন।

 

অপরদিকে বিকাল ৬টার দিকে খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত ১৫ মে রাতে শুভ্রতমন্ডলকে তার মায়ের সামনে থেকে ইয়াবা সায়েম গংরা তুলে নিয়ে যায়। পরে পশ্চিম দেওভোগ ইউসূফ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় ফেলে ১৫ থেকে ২০ জন তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এক পর্যায়ে মৃত ভেতে তাকে বাড়ির সামনে ফেলে যায় সন্ত্রাসীরা।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell