fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:৩৮

৩০ কেজি চোলাই মদসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ২৬, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে
৩০ কেজি চোলাই মদসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার

নারয়ণগঞ্জ আড়াইহাজারে ৩০ কেজি চোলাই মদসহ ২ শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- গোপালদী মেথরপট্টির মৃত মতি লালের ছেলে চন্দন বাসফোর (৩৮) ও তার ভাই নিরাঞ্জন বাসফোর (৩৫)। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপালদী বাজার মেথর পট্রি থেকে তাদের গ্রেফতার করে।

 

অভিযোগ রয়েছে, গোপালদী বাজারের মেথর পট্টিতে দীর্ঘ দিন ধরে মাদক ও নারীর জমজমাট আসর বসছে। একটি পট্টিতেই ৫ জন মাদক বিক্রি করছে। এরআগেও এরা গ্রেফতার হয়েছিল। ছাড়া পেয়ে আবারও তারা মাদক বিক্রি করছে।

 

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, গোপালদী বাজারের মেথর পট্টিতে  দীর্ঘদিন ধরে চন্দন বাসফোর ও নিরাঞ্জন বাসফোরসহ বেশ কয়েকজন চোলাই মদসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে।

 

সোমবার ভোরে তাদের মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে একটি ড্রামে ভর্তি ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell