নগরীর খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালের পিছনের অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেবা প্রত্যাশী রোগীদের মাঝে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর পৌঁনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১২টা ৫০ মিনিটে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পৌঁছেছে।
ঘটনাস্থলে থাকা আমাদের প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের পিছনের অংশে জমে থাকা বর্জ্য থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহা দেখে সেবা প্রত্যাশীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের বাইরে বিনষ্ট করার জন্য কিছু মেট্রেস রাখা হয়েছিল। এজন্য আমরা কমিটিও করেছিলাম। সিগারেটের আগুন থেকেই অগ্নিকান্ড ঘটতে পারে।
তিনি আরও বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।