fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৩৬

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে: মন্ত্রী গাজী

Shahalam Molla
  • আপডেট : এপ্রিল, ১৫, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে: মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। যত দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত দেশে উন্নয়ন হবেই। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত দেশ হবে।

 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত জোট তখন দেশকে পিছেয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ উন্নয়নের রোল মডেল।

 

দেশের মানুষের আরও উন্নয়ন হোক, বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হোক- সেটাই বর্তমান সরকারের লক্ষ্য এবং বাংলাদেশের মানুষও আজকে সেই স্বপ্ন দেখছে।

 

দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন এসব অর্জনকে ম্লান করতে বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়।”

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষায় উন্নত। বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসাসহ নাগরিক সুবিধা বিদ্যমান।

 

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা আনছার আলী, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায়, উপজেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা হোসেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক নাদিম হোসেন অপু সহ অনেকে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell