fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:২৮

জনস্বাস্থ্য শক্তিশালীকরণ ও হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ৯, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
  • ৭৯ ০৯ বার দেখা হয়েছে
জনস্বাস্থ্য শক্তিশালীকরণ ও হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন

সেভ দ্যা চিলড্রেন উদ্যোগে জনস্বাস্থ্য শক্তিশালীকরণ ও হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএস মেটারস ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেশন (ইউএস সিভিসি) এর অর্থায়নে মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় নগর ভবন সভাকক্ষে এ সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। অতিথি ছিলেন, ইউএস সিভিসির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পলা মর্গ্যান ও ডা. হাসিব, সেভটি নেট বাংলাদেশের কান্ট্রি প্রধান লে. কর্ণেল (অবঃ) ডা. সাঈদ হাছান আব্দুল্লাহ ও ডাঃ শর্মি সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুর করিম বাবু, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর অহিদুল হক ছক্কু, কাউন্সিলর মনোয়ারা বেগম, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

এ সময় সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায় প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী উপস্থাপনায় প্রকল্পের একটি প্রেজেষ্টেশন উপস্থাপন করেন এবং বাস্তবায়ন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

আগামী ২ মাস ব্যাপী এই প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হেপাটাটিস-বি শনাক্তকরণ ও এই বিষয়ে তাদের সচেতন করে তোলা লক্ষ্যে কাজ করে যাবেন। কাউন্সিলরগণ এই প্রকল্পে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম এই প্রকল্পের গুরুত্ব উল্লেখ করে আরো বড় পরিসরে করারজন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে আহবান করেন। উক্ত অনুষ্ঠাসে সার্বিক সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার মোঃ গোলাম মোস্তফা।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell