নারায়ণগঞ্জ বন্দরে চাইল্ড হোড ফ্রেন্ডস’র পক্ষে হিমেল খাঁন হিমুর উদ্যোগে ১’শ ৮০টি নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার বিতরন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতার পূর্ব মুহুর্তে বন্দর সিরাজদৌল্লাহ ক্লাবে না’গঞ্জ সিটি পাঠাগার কক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্বক হিমেল খান হিমু রমজানের তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বলেন,পবিত্র রমজান মাস বৎসরের সেরা একটি মাস। ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে মহান রাব্বুল আল আমিনের কাছে মানব মুক্তির জন্য প্রার্থনায় মশগুল থাকতে হয়। সিয়াম সাধনার এ মাসে একটি ফরজ আদায় করা মানে অন্য মাসের চেয়ে সত্তুরটি ফরজ আদায়ের সমান হবে। তাই আমরা সকলে সংযবের এ মাসে বেশি বেশি প্রার্থনা ও দান সদকা করব। পাশাপাশি সকল বিভেদ ভুলে মানব সেবায় কাজ করব। আজ বন্দর শিশুবাগ ৮৯’ব্যাচ ও বিএম ৯৫’ব্যাচের বন্ধুদের পক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন করলাম। নারায়ণগঞ্জ তথা বন্দর বাসীর কল্যানে আমরা কাজ করছি। আমাদেও জন্য দোয়া করবেন। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. আইভী আপার জন্যও দোয়া করবেন। তিনিও না’গঞ্জ বাসীর কল্যানে কাজ করছেন।
পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কদমরসুল মাঠপাড়া সিটি মসজিদের ঈমাম ও খতিব মাওলানা হারুনুর রশিদ।