ডিসেম্বর ৭, ২০২৪, ৭:৫২ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৩১ ১৯ বার দেখেছে

হত্যার পর অটো রিকশা ছিনতাই, কুত্তা সাগরসহ গ্রেফতার ২

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : ফেব্রুয়ারি, ২৫, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
  • ১২৮ ১৯ বার দেখেছে
হত্যার পর অটো রিকশা ছিনতাই, কুত্তা সাগরসহ গ্রেফতার ২

ফতুল্লার চানমারি এলাকায় ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই এর ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ।

 

গ্রেফতারকৃতরা হলো- সাগর ওরফে কুত্তা সাগর (২৩) ও বিশাল (২৪)।

 

গত ১১ ফেব্রুয়ারি পিবিআই এর এসআই নজরুল ইসলাম তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করলে, তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

পরে পিবিআই এর জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করে তারা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুর রহমান ও মো. নুর মহসিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

পিবিআই জানায়, গত বছরের ১২ আগষ্ট পুলিশ সুপার কার্যালয়ের ২০০ গজ দূরে লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যেতে চাঁনমারী এলাকায় ভোর ৫টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যাটারি চালিত রিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করেন। এতে ওই রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে আসামীরা রিকশাটি মো. হাসান নামের এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

 

ইতিমধ্যে, হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জরিত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress