ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৮৫ ১৯ বার দেখেছে

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, থানায় মামলা

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : ডিসেম্বর, ১৮, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
  • ১৫৮ ১৯ বার দেখেছে
সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, থানায় মামলা

বন্দরে সড়ক র্দূঘটনায় তাসলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ১৭ ডিসেম্বর নিহত গৃহবধূর বড় ভাই সামছুজামান বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০(১২)২২।

 

নিহত গৃহবধূর বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তবলপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন মিয়ার মেয়ে।

 

এর আগে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের সুন্দরবন ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ সড়ক র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে অজ্ঞাত প্রাইভেটকার চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ঢাকাগামী লেনে সুন্দরবন ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো গ ২৭-১৮১৪ গাড়ীটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে উক্ত গাড়ীটি উল্টে গিয়ে মামলার বাদীর ছোট বোন তাসলিমা বেগমের উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। র্দূঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই সাইফুল ইসরঅমসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ সুরুতহাল রির্পোট তৈরি করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মামলার বাদী কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজের বরাবর বিনা ময়না তদন্তে লাশ পাওয়ার আবেদন করে।

 

পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অনুমতি সাপেক্ষে মৃতদেহ বিনা ময়না তদন্তে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress