ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৩২ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৬৭ ১৯ বার দেখেছে

স্বপরিবারে হজ্বে যাচ্ছেন শামীম ওসমান, চেয়েছেন দোয়া

সবারকন্ঠ ডেস্ক
  • আপডেট : জুলাই, ১, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ
  • ১৯৭ ১৯ বার দেখেছে
২৭ আগষ্ট সমাবেশের ডাক দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান শনিবার (২ জুলাই) স্বপরিবারে হজ্বে যাচ্ছেন ।

গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, আমি আগেও হজ্বে করেছি। আগামীকাল স্বপরিবারে হজ্বে যাচ্ছি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে।

 

যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আামার পরিবারকে ক্ষমা করে দিবেন।

 

আমার জন্য বেশি বেশি দোয় করবেন যেন, সহীহ ভাবে হজ্বে করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয় করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মন প্রাণ ভরে দোয়া করতে পারি।

 

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেয়। হজ্বে থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিক ভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

 

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি কোন রাজনৈতিক কারণে এই কথা বলছিনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ।

 

আমি যদি বেঁচে নাও থাকি আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন।

 

উনি যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোন গরীব মানুষ গরীব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে।

 

আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ্বে শেষে বেঁচে ফিরি তবে আবারও দেখা হবে ইনশাল্লাহ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress