fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৩৯

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আ.লীগের সভা ও দোয়া

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৭, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ
  • ৫৬ ০৯ বার দেখা হয়েছে
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আ.লীগের সভা ও দোয়া

আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। বুধবার (১৭ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

 

সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের নিহত সদস্য’র জন্য ও আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সার্বোক্ষণিক সহযোগীতা করে দেশকে ও নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞ হয়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, সামনে নির্বাচন। আমাদের কাজগুলো জনগণের মাঝে তুলে ধরতে হবে। নেত্রী বলেছেন জঙ্গি ও সন্ত্রাসের সাথে আপোষ করবো না। নেত্রীর এই অর্জন আমাদের তুলে ধরতে হবে৷ যেন জনগণ আমাদের ভোট দেয়। জনগণের ভোটের মাধ্যমেই আমাদের নেত্রীকে আবারও আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই। মাতারবাড়ি, পায়রার মত বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে। এগুলো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার দুটি মেয়ে আছে। আমি চাই তারা আপনার মত বিশাল হৃদয়ের হোক। আপনার মত বড় নেতা হোক। আমি চাই আমার দুই মেয়ে আপনার মত হোক।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’র সভাপতিত্বে ও ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাছান রবিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির উদ্দিন, সাবেক সহ-সভাপতি মো. সানাউল্লাহ, আদিনাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. নিজাম আলী, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক নারী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী, সাবেক সদস্য মো. শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, কাদির ডিলার, মতিউর রহমান, হাজী জসিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদা মহিউদ্দিন, সালাউদ্দিন সিকদার, তাবিবুল কাদির তমাল, মোতাহার হোসেন নাদিম, তানভীর হাই, শাজাহান সম্রাট, লিটন, রাসেল সিকদার, রানা আহম্মেদ রবি, খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell