যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে ২ বছরের কারাদন্ড ও অর্ধলাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে।
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রোববার (২৮ আগস্ট) বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. রকিবউদ্দিন আহমেদ রাকিব রায়ের সত্যতা নিশ্চিত করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুমন মিয়া এ সময় অভিযুক্ত স্বামী আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জানুয়ারি নয়নাবাদ বাজারের পাশের রাস্তায় সুমন মিয়া তার স্ত্রীকে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করে গুরুতর জখম করেন। পরে নারী ও শিশু আদালতে অভিযোগ করেন। আদালত তার (স্ত্রীর) অভিযোগ আমলে নেন । এরপর ২০২০ সালের ৫ মে আসামী সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, স্ত্রীর করা যৌতুকের মামলায় ৫ সাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী সুমনকে ২ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।