নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২তম বাজেট ঘোষনা করতে যাচ্ছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১১ সেপ্টেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করবেন তিনি।
গত অর্থবছরের তুলনায় ১০৭ কোটি টাকা বাড়িয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা আয় ও মোট ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা উদ্বৃত্ত থাকবে।
করোনা সংকট কাটিয়ে গত ২০২২-২০২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের।