fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:২৫

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট : মে, ২৯, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ
  • ১১৬ ০৯ বার দেখা হয়েছে
সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার (ঢাকা মেট্টো- গ ১৯-৯৮৫৪) জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর মো. সাইফুল ইসলাম (২০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

 

রবিবার (২৯ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ২৮ মে শনিবার  সন্ধ্যায় সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সাইফুল প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell