fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:১৮

সোনারগাঁয়ে নিখোঁজ শিশুর লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১৮, ২০২২, ২:০৭ পূর্বাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে
সোনারগাঁয়ে নিখোঁজ শিশুর লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর রিমন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত রিমন সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানন, নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- শিশুটি হত্যাকাণ্ডের শিকার। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell