সোনারগাঁয়ে মারপিট করার সময় র্যাব উপস্থিত হয়ে দুই যুবককে উদ্ধার করে একজনকে আটক করেছে। র্যাবের দাবি আটককৃত যুবক উদ্ধারকৃতদের অপহরণ করেছে। সোমবার (২১ নভেম্বর) সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত যুবকের নাম সাইফুর রহমান শোভন (২৬)। সে ফতুল্লা উত্তর হাজীগঞ্জ পাঠানতলী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। উদ্ধারকৃত যুবকদের নাম মো. মাহির আফসার মুন্না (৩৩) ও মো. ইলমান উদ্দিন চৌধুরী (২৭)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামী সাইফুর রহমান শোভন তার সহযোগী আরও অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীসহ ভিকটিম মো. মাহির আফসার মুন্না এবং মো. ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে অপহরণ করে এলোপাথাড়িভাবে মারপিট করে এবং গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দেড় লাখ টাকা মুক্তিপন দাবি করে। সে সময় উদ্ধবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র্যাব-১১ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম চলমান আছে। আসামীর বিরুদ্ধে ভিকটিম মো. মাহির আফসার মুন্না বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।