fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:০৫

সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১৮, ২০২২, ২:১৯ পূর্বাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে
সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোবাবার (১৭ এপ্রিল) ভোর রাত তিনটার দিকে উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

তবে স্থানীয় জনতা দুইজনকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাকাতদের চিকিৎসা দিয়ে রোববার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।

 

জানা গেছে, উপজেলার বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে রবিবার ভোর রাত তিনটার দিকে ৮/১০জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাতকে আটক করে। পরে এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell