নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। আষাঢ়িয়ারচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যব-১১ (র্যাব) এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সোহেল মিয়া (২১), ছোটন মিয়া (২৬), জাকির হোসেন (২৫), হান্নান (২১), সোহাগ মিয়া (২৪) ও ইউসুফ (২২)। এ সময় তাদের কাছে মাদক বিক্রয়ের নগদ সাত হাজার ৪৫ টাকা, পাঁচটি মোবাইল, ছয়টি সিম পাওয়া যায়।
র্যাব জানায়, সকালে মেঘনা ঘাটের বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।