সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) দুপুর ১টার উপজেলার মিনিখালি নদী থেকে দু’পা প্যান্ট দিয়ে বাধাঁ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেন নৌ-পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্যটি দৈনিক সবারকন্ঠকে নিশ্চিত করেছেন বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনি সাধ্য।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন মিনিখালি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও বৈদ্যেরবাজার নৌ-পুলিশ যৌথ ভাবে মিনিখালি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন। লাশের দুই পা প্যান্ট দিয়ে বাধাঁ ছিলো।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনি সাধ্য বলেন, আমরা লাশের পরিচয় সনাক্ত করতে পিবি আইকে অবগত করেছি। প্রাথমিক ভাবে মৃত্যু কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি নিহত যুবক ভবঘুরে ও মানষিক ভারসাম্যহীন ছিলো। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।