ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৮৪ ১৯ বার দেখেছে

বন্ধুকে অপহরণের পর খুন

সোনারগাঁয়ের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : আগস্ট, ৯, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ
  • ১৬০ ১৯ বার দেখেছে
সোনারগাঁয়ের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সোনারগাঁয়ে বন্ধুকে অপহরণের পর খুনের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা ওরফে মাসুদ (২০)। সে সোনারগাঁ উপজেলার বাঘরী উত্তর পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ও নিহত মামুন মিয়ার বন্ধু ছিল।

 

সোমবার (৯ জুলাই) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাতে ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: বিএনপি নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন, বন্দরে তোলপাড়

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুলাই ১৮ বছর বয়সী সিএনজি চালক মামুন মিয়া সকাল ১০টায় প্রতিদিনের মতো বের হন। পরের দিন সকালে মামুনের মোবাইল দিয়ে তাঁর মা মোছা: সুফিয়া বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন।

 

সুফিয়া বেগমের অনুরোধে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপনে ছেড়ে দিবে শর্তে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি নির্মানাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে।

 

বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে পাঠানতলীতে গেলে ৩ যুবক টাকা নেওয়ার সময় আটক হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

hostcell

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে মামুন মিয়ার ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীরা জামিনে বের হয়ে আআত্মগোপনে চলে যায়।

 

গত ২০২২ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষনা করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress