fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৩:৫৫

সেলিম ভাই যেটা বলেন সেটা বাস্তবায়নও করেন: চন্দন শীল

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ২৭, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
  • ৬৮ ০৯ বার দেখা হয়েছে
সেলিম ভাই যেটা বলেন সেটা বাস্তবায়নও করেন: চন্দন শীল

জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, ‘সেলিম ভাই রাজনৈতিক কারণে অন্য দল করে, কিন্তু মনে প্রানে বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। তিনি জননেত্রী শেখ হাসিনার অত্তন্ত আস্থাভাজন এবং যা করেন জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনাতেই করেন। জাতির পিতা বঙ্গবন্ধু যা বলতেন তা করতেন। আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতাকে ১৯৭৫ সালে স্বপরিবারে হত্যা করা হয়। আমি মনে করি, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ১০০বছর পিছিয়ে দেয়া হয়েছে। যদি ২০০১ সালে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনে পরাজিত করা না হাতো, তাহলে বাংলাদেশ আরও ৫০ বছর এগিয়ে যেতো।’

 

শনিবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জ কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবার্ধনা-২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

 

নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য সেলিম ওসমান।

 

চন্দন শীল বলেন, ঠিক পিতার মতো মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন, সেটা বাস্তবায়নও করেন। তিনি কর্ণফূলী টার্নেল, মেট্র রেল, পদ্মা সেতুর স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেগুলো বাস্তবায়নও করেছেন। একই ভাবে সেলিম ভাই যেটা বলেন সেটা বাস্তবায়নও করেন, আর সেটার একটা উদাহরণ হলো এই নারায়ণগঞ্জ কলেজ।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা এন দিয়েছেন। আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য, বঙ্গবন্ধুর বিচারের জন্য। আমাদের দায়িত্ব এখন শেষ। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশে; আর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে তোমাদের মতো পরবর্তী প্রজন্মের সকলকে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আইএফআইসি ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখার চিফ ম্যানেজার আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সবাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ হরমুজ আলী, উপাধক্ষ্য ড. ফজলুল হক রুমন রেজাসহসহ কলেজের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell