সিদ্বিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় আবুল কালাম (৩৯) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাউসার আলম আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আবুল কালাম (৩৯) রাজবাড়ী জেলার রসরা এলাকার ওয়াজ উদ্দিন শেখের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৪ মার্চ সিদ্বিরগঞ্জ মধুগড় গ্রীনল্যান্ড পার্কের দক্ষিনপাশে ২নং ঢাকেশ্বরী হতে জালকুড়ি যাবার পাকা রাস্তার উপর থেকে সাদা পলিথনে ভর্তি ৫শ’ গ্রাম গাঁজাসহ কালামকে আটক করে সিদ্বিরগঞ্জ থানা পুলিশ।