fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ১:৪৫

সিদ্ধিরগঞ্জ আনসার ক্যাম্পে অস্ত্রসহ দু’চোর আটক

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট : অক্টোবর, ২, ২০২২, ১০:১১ অপরাহ্ণ
  • ১০৯ ০৯ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জ আনসার ক্যাম্পে অস্ত্রসহ দু'চোর আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিদ্দিরগঞ্জ আনসার ক্যাম্প থেকে রাত চুরি করার সময় অস্ত্রসহ দুই চোরকে  আটক করা হয়।

 

শুক্রবার (১অক্টোবর) গভীর রাতে আনুমানিক ০৩.৪০ ঘটিকায় এ ঘটনাঘটে।

 

উক্ত স্হানে  আনসার গার্ডের  ০৬ জন নিরস্ত্র আনসার সদস্য কর্মরত রয়েছেন । আটককালে তাদের নিকট থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

গভীর রাতে এদের আটক করেন এপিসি মোঃ রেজোয়ান (৩১৩৫৭) এবং  আনসার  মোঃকামরুজ্জামান (৪৩২৪৫)।

 

আটককৃত চোর দু’জন হলো- বিক্রমপুর, মুন্সীগঞ্জের দুলাল হোসেনের পুত্র আরিফ হোসেন ও তুলাতলা,ভোলার বাবু’র পুত্র সাকিল হোসেন।

 

নারায়নগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃআলমগীর শিকদার, আনসার ভিডিপি’র   নির্দেশনা মোতাবেক চোরদের  সিদ্দিরগঞ্জ থানায়  সোপর্দ করেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell