ফেব্রুয়ারী ১০, ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৩৩৯৮৬ ১৯ বার দেখেছে

সিদ্ধিরগঞ্জ আনসার ক্যাম্পে অস্ত্রসহ দু’চোর আটক

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট : অক্টোবর, ২, ২০২২, ১০:১১ অপরাহ্ণ
  • ২৭৪ ১৯ বার দেখেছে
সিদ্ধিরগঞ্জ আনসার ক্যাম্পে অস্ত্রসহ দু'চোর আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিদ্দিরগঞ্জ আনসার ক্যাম্প থেকে রাত চুরি করার সময় অস্ত্রসহ দুই চোরকে  আটক করা হয়।

 

শুক্রবার (১অক্টোবর) গভীর রাতে আনুমানিক ০৩.৪০ ঘটিকায় এ ঘটনাঘটে।

 

উক্ত স্হানে  আনসার গার্ডের  ০৬ জন নিরস্ত্র আনসার সদস্য কর্মরত রয়েছেন । আটককালে তাদের নিকট থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

গভীর রাতে এদের আটক করেন এপিসি মোঃ রেজোয়ান (৩১৩৫৭) এবং  আনসার  মোঃকামরুজ্জামান (৪৩২৪৫)।

 

আটককৃত চোর দু’জন হলো- বিক্রমপুর, মুন্সীগঞ্জের দুলাল হোসেনের পুত্র আরিফ হোসেন ও তুলাতলা,ভোলার বাবু’র পুত্র সাকিল হোসেন।

 

নারায়নগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃআলমগীর শিকদার, আনসার ভিডিপি’র   নির্দেশনা মোতাবেক চোরদের  সিদ্দিরগঞ্জ থানায়  সোপর্দ করেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress