নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিদ্দিরগঞ্জ আনসার ক্যাম্প থেকে রাত চুরি করার সময় অস্ত্রসহ দুই চোরকে আটক করা হয়।
শুক্রবার (১অক্টোবর) গভীর রাতে আনুমানিক ০৩.৪০ ঘটিকায় এ ঘটনাঘটে।
উক্ত স্হানে আনসার গার্ডের ০৬ জন নিরস্ত্র আনসার সদস্য কর্মরত রয়েছেন । আটককালে তাদের নিকট থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গভীর রাতে এদের আটক করেন এপিসি মোঃ রেজোয়ান (৩১৩৫৭) এবং আনসার মোঃকামরুজ্জামান (৪৩২৪৫)।
আটককৃত চোর দু’জন হলো- বিক্রমপুর, মুন্সীগঞ্জের দুলাল হোসেনের পুত্র আরিফ হোসেন ও তুলাতলা,ভোলার বাবু’র পুত্র সাকিল হোসেন।
নারায়নগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃআলমগীর শিকদার, আনসার ভিডিপি’র নির্দেশনা মোতাবেক চোরদের সিদ্দিরগঞ্জ থানায় সোপর্দ করেন।