নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাজাঁ মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীম (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৩।এসময় একটি মাইক্রোগাড়ী উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীম কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
আরো পড়ুন: শিমরাইল মোড়ে চাঁদাবাজির নিয়ন্ত্রণে নিতে নব-কমিটি, আতংকে ব্যবসায়ী মহল
অধিনায়ক জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।