নারয়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা ও ১টি লেগুনা পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ওমর ফারুক (২৩) ও মো. সজিব (১৯)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় এবং সাথে একটি লেগুনা পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, গ্রেফতারকৃতরা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরেই তারা সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি ও সরবরাহ করে আসছিলো বলে জানায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।