সিদ্ধিরগঞ্জ থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- নাসিক ৬নং ওয়ার্ডের সোনামিয়া বাজারের নুর হোসেনের ছেলে নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী একাধিক মামলার আসামি সোহেল ওরফে ইয়াবা সোহেল (৩৩), হিরাঝিল এলাকার আমির হোসেন ইমন বাবু (৩১) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সোহেল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সন্ধ্যা, সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের ভাঙ্গার পুলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল সহ আসামীদের কে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।