নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল।
গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হলতা টিকারখালী গ্রামের মধু মাতাব্বরের ছেলে মো. রাজু (৩৫) ও একই জেলার গলাচিপা থানার জৈয়ন কাঠি গ্রামের শাহজাহান মৃধার ছেলে মো. মামুন (৩৩)।
এরআগে বৃহস্পতিবার রাতে নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াসের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, গ্রেপ্তারকৃত আসামিরা সক্রিয় মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালত পাঠানো হবে।