নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় সময় সড়ক বন্ধ করে বাড়ির কাজ করার অভিযোগ উঠেছে অরুন মিয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
প্রায় সময় এই সড়ক বন্ধ রেখে বাড়ির কাজ করার কারণে বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষ, গার্মেন্টস কর্মী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকার মসজিদ রোডটি পাথরের ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে পাথর নামাচ্ছে।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত অরুন মিয়া মুক্তিনগর মসজিদ রোডে একটি জমি ক্রয় করে বাণিজ্যিক ভাবে ফ্যাল্ট বিক্রি করছেন। ওই জমিতে বাড়ির কাজ করার জন্য সে বিভিন্ন সময় সম্পূর্ণ সড়ক বন্ধ করে রাখেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমি জাওয়া আশা করি। আমার কখনোই এই রাস্তায় দেরি হতো না। আজকে হঠাৎ করে ড্রাইভার বলে উঠলো স্যার রাস্তা বন্ধ গাড়ী আর যাবে না। তখন সামনে তাকিয়ে দেখি ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে।
বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র রিফাত খান বলেন, আজকে সকালে রিকশা করে স্কুলে যাওয়ার সময় বড় বড় দুটি ট্রাক দিয়ে দেখি রাস্তা বন্ধ করে পাথর নামাচ্ছে।
এবিষয়ে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি এখন বান্দরবান আছি। এখন এবিষয়ে কিছু বলতে পারছিনা।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, আমরা এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনা। অভিযোগ পেলে তদন্ত করে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করব।