নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) রাতে ঝালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মনির হোসেন (৩৫)। সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি পশ্চিম পাড়া বাঁশবাড়ি এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর সহকারি পরিচালক (সিনিয়র এএসপি) মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মনির ২০১৫ সালের মে মাসে ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক গ্রেফতার হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ ৮ বছর যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ২ বছরের সাজা প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।