fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:২৮

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : জুন, ৭, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ
  • ১৩০ ০৯ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শাহীন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সােমবার (৬ জুন) দুপুরে কিশােরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

 

গ্রেফতার শাহীন কুমিল্লার দেবীদ্বার বৈশেরকুট গ্রামের মো.আকালমের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় শাহীন। নিখোঁজ কিশোরীর অভিভাবকরা স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে রোববার রাত ১১টার দিকে সানারপাড় রহিম মার্কেটের পেছনে জনৈকা নূর নাহারের বাড়ির একটি কক্ষ থেকে অপহৃত কিশােরীকে উদ্ধার করে। কিশােরী তার পরিবারের সদস্যদের জানিয়েছে, শাহীন তাকে অপহরণ করে নিয়ে এসে এই বাড়িতে ধর্ষণ করে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ওই কিশোরীর বাবা। এ ঘটনায় শাহনী নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell