সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-১১।
রবিবার (১০ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. মাসুদ (২৫)। সে সোনারগাঁও কাঁচপুর এলাকার মো. আশরাফ আলীর ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে এবং বিভিন্ন কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।