নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন- সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক ভুইঁয়ার ছেলে সাবেক থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাজিব ভুঁইয়া (৩৪), নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মৃত ওসমান গনি মাস্টারের ছেলে মোঃ কাজী গোলাম কাদির (৫২) এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য আঃ হকের ছেলে মোঃ সোহেল (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, শনিবার অভিযান চালিয়ে আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াত ইসলাম ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়। এবং গত (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীদের নামে আরেকটি মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন|