তিনমাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ এসও এলাকার এসএস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস কারখার দেড়শতাধিক শ্রমিক। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্রমিকরা চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন এসএস ক্রিয়েটিভ স্টিজ কারখানার শ্রমিক মো. নাহিদ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এমএ শাহীন, কারখানার শ্রমিক মো. ফয়সাল, মোছা. জয়নব ও জান্নাত আক্তার প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ঘরভাড়া, পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে শ্রমিকরা যেই টাকা মজুরি পায় সেই টাকা দিয়ে তাঁদের জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না। পরিবার স্বজন নিয়ে চরম সংকটে মানবতর জীবন-যাপন করতে হচ্ছে। এই দুরাবস্থার মধ্যে এসএস ক্রিয়েটিভ স্টিজ কারখানার মালিক শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রেখেছে। শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে একাধিক তারিখ দিয়েও কর্তৃপক্ষ পরিশোধ করে নাই। গত ৩ ডিসেম্বর কারখানার গেইটে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে। কোন যোগাযোগ পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমিকরা না খেয়ে মরতে বসেছে। মুদি দোকানদার চাল-ডাল দেয়া বন্ধ করে দিয়েছে। পাওনা টাকা দেয়ার জন্য বাকি দোকানি ও বাড়িওয়ালা অপমান অপদস্ত করছেন।
তারা আরও বলেন, এ অবস্থায় শ্রমিকদের বাঁচার কোন পথ নেই। সংকট নিরসনে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত দপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। উপমহাপরিদর্শক আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্রমিকদের পাওনা আদায়ের আশ্বাস দিয়েছেন। শ্রমিকের বকেয়া বেতন আত্মসাতের হীন উদ্দেশ্যে কারখানা কর্তৃপক্ষের ছলচাতুরী ও শ্রমিক হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।