নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুরাতন টায়ার কেনার সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সোহেব হাওলাদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর ক্যানালপাড় এলাকা থেকে পেট্রোলসহ তাকে আটক করা হয়। সোহেব হাওলাদার সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নম্বর ওয়ার্ডের নতুন আইল পাড়া এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরাতন টায়ার কেনার সময় স্থানীয় লোকজন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে এক বোতল পেট্রোল জব্দ করা হয়। তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।