নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ কদমতলি ভুঁইয়া পাড়া এলাকার মো.সিজানের ছেলে মো.সোহাগ (১৮), একই এলাকার মো.আলী ভুঁইয়ার ছেলে সাইদুল ভুঁইয়া (২০), গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত জালাল হোসেনের ছেলে মো.তুহিন (২৬) ও ক্যানেলপাড় এলাকার হাজী মো. খোরশেদ আলমের ছেলে সাখাওয়াত হোসেন সৌরভ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবারাত্রি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন পরোয়ানা ভুক্ত, একজন মাদক ও আরেকজন অপহরণ মামলার আসামি।