fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:০০

সিদ্ধিরগঞ্জে নুর হোসেনের ভাতিজাসহ ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জে নুর হোসেনের ভাতিজাসহ ৪ চাঁদাবাজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে নুর হোসেনের ভাতিজাসহ ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলোচিত সাত খুনের ফাঁসির দন্ডপ্রপাপ্ত আসামি সাবেক কাউন্সিলর নুর হোসেনের ভাতিজাসহ ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নুর হোসেনের ভাতিজা মো. সোহেল (৪১), মো. মনোয়ার হোসেন (৩৬), মো. আরিফ (৩২) ও মো. হানিফ মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩৯০০ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

সিদ্ধিরগঞ্জে নুর হোসেনের ভাতিজাসহ ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

 

তিনি জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে হাজী এ রহমান সুপার মার্কেট এলাকায় ডেমরা স্ট্যান্ডে চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। এ সময় মো. সোহেল (৪১), মো. মনোয়ার হোসেন (৩৬), মো. আরিফ (৩২) ও মো. হানিফ মিয়া (৪০) কে গ্রেপ্তার হয়। এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩৯০০ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে নুর হোসেনের ভাতিজাসহ ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

 

গ্রেপ্তারকৃতরা ডেমরা স্ট্যান্ড এলাকায় সিএনজি, অটোসহ ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell