নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকায় গৃহবধূ কলির হত্যাকারী স্বামী স্বপন ও কামালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (৯ মে) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত কলির মা ইয়াসমিন আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের জামাই স্বপন প্রতিদিন আমার বাসায় কলিকে রেখে মাছ ধরতে যেত। কিন্তু ৩০ অক্টোবর রাতে আমার মেয়েকে কৌশলে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে মেরে আবার আমাকেই ফোন দিয়ে বলে কলির শরীর নাকি নিলা হয়ে গেছে। তখন আমি আসতেছি বললে আমাকে ছাড়াই নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চলে যায়।
তিনি বলেন, আমার মেয়েকে স্বপন ও তার ভাই কামাল মিলে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি দাবি করছি। আমার মেয়ের হত্যার পর প্রায় ৮ মাস যাবত আমার নাতী আয়ানের কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার নাতীকে ফেরত চাই। আমার মেয়ের হত্যার বিষয় নাতী আয়ান বলতে পারবো তাই ওরে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে।
তিনি আরও বলেন, আমার নাতিকে ফিরে পাবার জন্য প্রশানকে অনুরোধ করবো তারা যেনো আমার নাতিকে ফিরিয়ে দেয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত কলির মামা সোহাগ, পলাশ ও এলাকাবাসী।