নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার (২৯ আগস্ট) রাত ১০ দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. জুয়েল আহম্মেদ (২২), মো. শামিম হোসেন (১৯), মো. লিয়ন খান (১৮), মো. সাদ্দাম হোসেন (২১), মো. লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত, মো. কনক (২০), মো. হৃদয় ইসলাম (১৮) ও মো. নাহিদুল ইসলাম (১৯)।
র্যাব জানায়, গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।