fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ১:৫২

সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপোতে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : জানুয়ারি, ১৫, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
  • ৭২ ০৯ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপোতে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: নং-বি ১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের উদ্যোগে ট্যাংকলরী শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

 

রবিবার (১৫ জানুয়ারি) সকালে গোদনাইল মেঘনা ডিপোতে বাংলাদেশ ট্যাংকলরী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি হাজী জাহিদ হোসেন,বাংলাদেশ ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি হাজী রুহুল মন্ডল, সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের সহ-সাধারণ সম্পাদক এ.আর মহসীন, কার্যকরী সদস্য সদস্য হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে আ: রব মন্ডল মোল্লা ওহাব, মনোয়ার হোসেন মুন্না, মাজহারুল ইসলাম সুমন, হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সড়ক মহাসড়কে ট্যাংকলরীতে পুলিশের হয়রানী বন্ধ করতে হবে। আমরা ট্যাংকলরী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। আমরা আশা করব, আমাদের দাবিগুলো বাস্তবায়ণ করে ট্যাংকলরী শ্রমিকদের সেবার মান উন্নয়ণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ। আমাদের ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মূলত শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহুর্তে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই প্রয়াস তারই ধারাবাহিকতা। আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell