নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেছেন, আমাদের হুমকি দিচ্ছেন ১২টা বাজাবেন, ২৪টা বাজাবেন। বলছেন আওয়ামী লীগকে টেনে নামাবেন। আপনারা যদি আমাদের সঙ্গে খেলতে চান আমাদের আপত্তি নেই। আপনাদের উদ্দেশে বলতে চাই, সিদ্ধান্ত নিয়েছি ‘ঈদের পরে খেলা হবে’।
সোমবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
যারা নারায়ণগঞ্জে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের সাথে ঈদের পরে খেলা হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাথা চাঁড়া দিয়ে উঠবেন।’
সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই হবে জানিয়ে শামীম ওসমান বলেন, বিএনপির নারায়ণগঞ্জে সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেছে আওয়ামী লীগের ভালো গ্রুপ চায় এই সরকার যেন সামনে ক্ষমতা না আসে। আমরা তার কথা বিশ্বাস করি না। কারন বিএনপির এই নেতা ফেসাদ সৃষ্টি চায়।
শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য শামীম ওসমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতারা আমাদের সমাজ নষ্ট করছে। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থানে থাকবে হবে।
কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার নারায়ণগঞ্জের চেয়ারম্যান সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ কলেজ শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।