সানারপাড় এলাকার পাঁচ তলা ভবনের কাছ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় মরদেহের পাশ থেকে আহত অবস্থায় ওই নারীর শিশুসন্তানকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সকালের দিকে পশ্চিম সানারপাড় দারুস সালাম মসজিদ সংলগ্ন তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ।
ওই নারীর নাম মোসা. হালিমা খাতুন (২২)। সে লালমনিরহাটের কালিগঞ্জ থানার শ্রীখাতা গ্রামের আব্দুল হোবের ছোট মেয়ে। আটককৃত স্বামী একই এলাকার জেহের উদ্দিনের ছেলে শাহিনুর রহমান। সে সোনারগাঁয়ের একটি সরকারি স্কুলের শিক্ষক।
তাদের ১৫ মাস বয়সী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফোন করা হলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল ঢাকার ডেমরা থানায় পড়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত হত্যাকান্ডের আলামত আমরা পাইনি। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিবাদ ছিল। তার স্বামীকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তদন্তের পর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বলা যাবে।’