ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৯৩ ১৯ বার দেখেছে

সাত নিয়ম মানলে চুল থাকবে সুস্থ ও মজবুত

লাইফ স্টাইল ডেস্ক
  • আপডেট : সেপ্টেম্বর, ২২, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ
  • ৩৩৬ ১৯ বার দেখেছে
সাত নিয়ম মানলে চুল থাকবে সুস্থ ও মজবুত

চুল সুস্থ ও মজবুত রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি বেশকিছু নিয়ম অবশ্যই সাতটি  মেনে চলতে হবে। সবার কন্ঠ পাঠকদের জন্য তুলে ধরা হলো সে সাতটি নিয়ম।

 

  • চুলে নিয়মিত তেল দিন

নিয়মিত তেল ব্যবহারে চুলের গোড়া হয় শক্ত। তাই চুলে নিয়মিত তেল ব্যবহার করুন, তবে তা যেন আবার অতিরিক্ত না হয়ে যায় সে দিকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করলে তা মুছে ফেলতে ব্যবহার করতে হবে অতিরিক্ত শ্যাম্পু যা চুলের জন্য ভালো নয়।

 

  • হট অয়েল মাসাজ

চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়। চাইলে এগুলো একসাথে মিক্স করেও চুলে লাগাতে পারেন।

 

  • চুলে শ্যাম্পু করুন

যাহার বাইরে বেরহন তাদের চুলে প্রচুর পরিমানে ধুলোবালু আর ময়লা জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন এবং ভালো করে মাসাজ করে শ্যাম্পু করুন। চুলে বেশি ময়লা থাকলে দুইবার শ্যাম্পু করুন। সপ্তাহে ৩/৪ দিন ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।

 

  • ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন

চুল ভেজা অবস্থায় ভঙ্গুর থাকে। ভেজা অবস্থায় থাকাকালীন সময়ে চুলের গোড়া থেকে চুল ভেঙে যাওয়া সবচেয়ে সহজ তাই শ্যাম্পু করার সময় চুলে বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়। এছাড়াও গোসলের পরপরই চুলে চিরুনি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

 

  • কন্ডিশনারের সঠিক ব্যবহার

প্রতিদিন গোসল অথবা চুল ধোঁয়ার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল হয় মসৃন ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। চুলের কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করা উচিত। কন্ডিশনারের কাজই হলো চুলকে মসৃন রাখা যার মানে হলো চুলের গোড়াতে এর কোনো প্রয়োজনই নেই। এছাড়া অতিরিক্ত পরিমানে কন্ডিশনার ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত নাহলে চুল তৈলাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে।

 

  • আঁটসাঁট বেণী করা যাবে না

ঘুমানোর আগে শক্ত করে বেণী না করাই ভালো। এতে চুল একসাথে থাকবে কিন্তু টানটানে থাকবেনা ফলে ভেঙে যাওয়ার সুযোগ কম।

 

  • ভালো বালিশের কভার ব্যবহার করুন

সুতির কাপড় রুক্ষ হয় যা থেকে তৈরি বালিশের কভারে ঘুমালে চুল ভেঙে যাওয়া একটি দৈনন্দিন ঘটনা হয়ে যেতে পারে। তাই তা পরিহার করে পাতলা কাপড়ের কভার ব্যবহার করা উচিত।

বিজ্ঞপন




সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress