সাইনবোর্ড রাস্তা পারাপারের সময় গাড়ীর ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা সংলগ্ন বিশ্বরোড পারাপার হওয়ার সময় গাড়ি ধাক্কায় সড়কে লুটিয়ে পরে ওই যুবক। পরে স্থানীয় মাদ্রাসা ছাত্ররা তাকে প্রো একটিভ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের স্বজনরা হাসপাতাল থেকে লাশ শনাক্ত করে নিয়ে যান।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক দিপু জানান, তার বিষয়টি জানা নেই।