নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর পত্রিকা ও ডিবিসি টেলিভিশন চ্যানেলের স্টাফ রির্পোটার রাজু আহম্মেদের মা মায়া বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার সস্তাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
মরহুমা দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সাংবাদিক রাজু আহম্মেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ পরিবার। তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।