fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:৪৯

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট : জুন, ১৯, ২০২২, ১১:০৯ অপরাহ্ণ
  • ৯৮ ০৯ বার দেখা হয়েছে
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

ঢাকার তেজগাঁয়ে গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর মুন্না বাহিনীর হামলার প্রতিবাদ ও হামলকারীদের গ্রেফতারের দাবীতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

 

গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো.মনিরুল আলমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমার বার্তা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো.নুরুজ্জামান কাউসার এর সঞ্চালনায়, শহরের চাষাড়ায় প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সমাজ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

রবিবার (১৯ জুন) দুপুরে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক  শাহ্ আলম তালুদার, সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রাশিদ চৌধুরী, সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও এসিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, সিটি প্রেসক্লাবের   তথ্যবিষয়ক সম্পাদক ও প্রবাস কন্ঠের সম্পাদক আলতাফ হোসেন রাজিব, এশিয়ান টিভির অনুসন্ধাণী টিমের কার্যনিবাহী সদস্য ও সহকারী ইনচার্জ মো.আসলাম মিয়া, দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অপু রহমান, নারায়ণগঞ্জ সংবাদের ব্যবস্থাপানা সম্পাদক আকবর হোসেন, দৈনিক  বাংলা ৭১ এর প্রতিনিধি মো. শান্ত এবং গ্লোবাল টিভির ক্যামেরাম্যান রাব্বি, আনন্দ টিভির ক্যামেরাম্যান সাব্বির হোসেন, মাই টিভির ক্যামেরা ম্যান আবু বক্করসহ আরও অনেকে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell