fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:৩০

সহপাঠীদের সাথে খেলতে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ১২, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ
  • ৮৩ ০৯ বার দেখা হয়েছে
সহপাঠীদের সাথে খেলতে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নবম শ্রেণিতে পড়ে মাহিকা (১৪)। সোমবার ছিলো ক্লাস পরীক্ষা, আনন্দ উল্লাসেই পরীক্ষা সম্পন্ন হয়। শেষ করে স্কুল মাঠেই বন্ধুদের সাথে খেলছিলেন তিনি। খেলতে খেলতে হঠাৎ মাঠে লুটিয়ে পরে সে। কে জানতো এটাই তার জীবনের শেষ খেলা হয়ে যাবে। তরিঘরি করে সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

সোমবার (১২ ডিসেম্বর) বন্দর উপজেলার হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে ওই ঘটনা ঘটে।

 

নিহত মাহিকা বন্দর উপজেলার বাগবাড়ি এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। তথ্যটি সবারকন্ঠকে নিশ্চিত করেছেন বন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

 

তিনি বলেন, পরীক্ষা শেষ করেই বন্ধুদের সাথে মাঠে খেছিলেন নবম শ্রেণির ছাত্র মাহিকা। কিছুটা অসুস্থ ছিলেন তবুও উৎসাহ ধরে রাখতে পারেনি। হঠাৎ এক পর্যায়ে মাঠে লুটিয়ে পরে, তাৎক্ষণিক সাথে সাথে সহপাঠীরা ও শিক্ষকরা মিলে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

পুলিশের এই কর্মকর্তা জানায়, প্রাথমিক ভাবে জানতে পারি স্ট্রোক করেছিলো মাহিকা। কিন্তু পরিবার ও স্কুল কর্তৃপক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আমরা বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করে দেই।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell