জানুয়ারী ১৯, ২০২৫, ১:২৩ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৬৯৯ ১৯ বার দেখেছে

সংশপ্তক নাট্যদলের তিনদিন ব্যাপী নাট্য উৎসবে এসে

সংশপ্তক নাট্যদলের ৩ দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন পূর্বে বর্নাঢ্য র‌্যালী ও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নাট্যজন লিয়াকত আলী লাকী।

এম.আর.হায়দার
  • আপডেট : ফেব্রুয়ারি, ৪, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
  • ২৭৭ ১৯ বার দেখেছে
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির ভাড়া কমানোর ঘোষনা দিলেন শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকী
সংশপ্তক নাট্যদলের ৩ দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন পূর্বে বর্নাঢ্য র‌্যালী ও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নাট্যজন লিয়াকত আলী লাকী।

নারায়ণগঞ্জের অন্যতম মৌলিক নাট্যদল সংশপ্তক নাট্যদলের ৩০ বছর উদ্যাপন উপলক্ষ্যে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে তিন দিনব্যাপী নাট্য উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৩ বর্নাঢ্য আয়োজনের মধ্য নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মঞ্চে শুরু হয়েছে।

 

৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংশপ্তক নাট্যদলের তিন দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে প্রথম পর্বে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এক বর্নাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।  শোভা যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য (ঢাকা বিভাগ) উত্তম কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা নাট্য সংস্থা ও নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি নাট্যজন মীর আনোয়ার হোসেন, সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ সভাপতি সানোয়ার তালুকদার, নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের শামসুল আহসান রোমান, সিরাজ উদ্দৌল্লা নাট্যদলের সাধারন সম্পাদক কবীর হোসেন, সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাট্যজন এম.আর.হায়দার রানা ও সাধারন সম্পাদক ফটোসাংবাদিক মোক্তার হোসেন, ঐকিক থিয়েটারের আতিকুল ইসলাম মুন্না, আনন্দ থিয়েটারেরর দলপতি শাহ আলম ভূঁইয়া, নাটুয়ার পারভেজ শরীফ ও ফারহানা শরীফ মুন্নী, সুনীল সরকার প্রমূখ। এসময় শোভা যাত্রায় সংশপ্তক নাট্যদল এবং বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীরা অংশ গ্রহন করেন। শোভা যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে স্থাপিত মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

 

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির ভাড়া কমানোর ঘোষনা দিলেন শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকী

 

একই দিবসের দ্বিতীয় পর্ব বিকেলে সংশপ্তক নাট্যদলের সভাপতি সানাউল্লা হকের সভাপতিত্বে ও পারভেজ শরীফের সঞ্চালনায় আয়োজিত নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ঋতিক নাট্যজন লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ননী গোপাল সাহা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য (ঢাকা বিভাগ) উত্তম কুমার সাহা, থিয়েটারিয়ানের সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট নাট্যজন মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন নাট্যদলের দলপতি ও নাট্যকর্মীগণ নব নির্মিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মঞ্চ ব্যবহারের পূর্ব নির্ধারিত ভাড়া কমানোর জন্য অনুষ্ঠানের প্রধান অতিথির নিকট দাবী জানান। যার ফলশ্রুতিতে নাট্যকর্মীদের স্বার্থ বিবেচনায় এবং নাট্য আন্দোলনকে বেগবান করার নিমিত্তে বিশেষ বিবেচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী নতুন ভাড়া ধার্য্য করে দেন।  এতে এখন থেকে শিল্পকলা মঞ্চ ভাড়ায় ব্যবহার করতে হলে প্রতিটি নাট্যদলকে মিলনায়তন ভাড়া বাবদ প্রদান করতে পনেরশ টাকা সেই সাথে  এসি ও লাইট ব্যবহারের জন্য বিদ্যুৎ বিল বাবদ প্রতি সেশনে কমপক্ষে দুই ঘন্টার জন্য প্রতি ঘন্টা তিন হাজার টাকা এতে সব মিলিয়ে ৭৫০০/- টাকা ভাড়া নির্ধারণ করা হয়। তবে কেউ যদি দুই ঘন্টার অধিক সময়ের জন্য এসি ব্যবহার করেন তা হলে তাকে বর্ধিত সময়ের জন্য আলাদা ভাড়া প্রদান করতে হবে। শিল্পকলার মঞ্চ ব্যবহারের ঘোষিত নতুন নিয়ম উপস্থিত সকল নাট্যকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ আর চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  এতে করে নারায়ণগঞ্জে নাট্যর্চ্চারত নাট্যদল গুলো এখন থেকে  শিল্পকলার মঞ্চ মুখী হবেন।

আলোচনা পর্ব শেষে চাঁদপুর থেকে আমন্ত্রিত নাট্যদল বর্ণচোরা নাট্য গোষ্ঠী মলিয়ের কাহীনি ও তারিক আনাম খান রূপান্তরিত দ্যাট স্কাউন্ড্রেল স্ক্যাপি অবলম্বনে বিখ্যাত নাটক “বিচ্ছু” শরীফ চৌধুরীর নির্দেশনায় মঞ্চে পরিবেশণ করেন। পরিবেশিত “বিচ্ছু” নাটকে অভিনয়ে অংশ গ্রহন করেন লিটন গাজী, প্রণব ঘোষ, রতন খান, শরীফ চৌধুরী,ঐশী দাস, মোঃ নাজমুল হোসেন (বাপ্পী) নূরে আলম নয়ন, মোঃ কামরুজ্জামান আল মারুফ, রাহুল মন্ডল, চৈতী শীল তৃণা ও মোবারক পাখি (আসমা)।

আয়োজিত উৎসবের দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারী শনিবার নাটক প্রাক্কালে অনুষ্ঠিত আলোচনা সভায় সংশপ্তক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল্লাহ হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ঢাকা নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট  এসোসিয়েশনের সদস্য বিপ্লব কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যাকার, বাংলা একাডেমির সদস্য মুঃ জালাল উদ্দিন নলুয়া, বিশিষ্ট নাট্যজন ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি, বিশিষ্ট টিভি নাট্যকার জাকির হোসেন উজ্জল। আলোচনা শেষে জাহাঙ্গীর আলম ঢালী রচিত ও নির্দেশিত  নাটক “সিডর” মঞ্চস্থ করেন মুন্সীগঞ্জ জেলার অন্যতম নাট্যদল হিরণ কিরণ থিয়েটার। আগামীকাল ৫ ফেব্রুয়ারী রবিবার উৎসবের সমাপনী দিবসে মঞ্চস্ত হবে নাট্যকার মলিয়েরের বিখ্যাত নাটক দ্যা বুর্জোয়া জেন্টলম্যান অবলম্বনে নাটক “ভদ্দর নোক”। নাট্যরূপ করেছেন অধ্যাপক গোলাম সারোয়ার, নির্দেশনায় সানাউল্লাহ হক, সহ নির্দেশনায় এ.আই.সুমন, পরিবেশনায় সংশপ্তক নাট্য দল।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress