fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:১১

শেরপুরে তক্ষকসহ দুই যুবক আটক

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৫, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে
শেরপুরে তক্ষকসহ দুই যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতীতে জীবিত একটি তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকার মৃত আশরাফুল করিমের ছেলে মো. সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদরের মির্জাপুর কান্দিপাড়া এলাকার মৃত শাহ মাহমুদের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫)।

 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঘাগড়া তেঁতুলতলা বাজারের সুচনা হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় জীবিত একটি তক্ষকসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

 

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটকদের তথ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো এই চক্রটি। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell