জানুয়ারী ১৯, ২০২৫, ১:১২ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৬৮৫ ১৯ বার দেখেছে

শিক্ষার্থীদের কোরআনের আয়াত পড়ে শুনালেন শামীম ওসমান

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১৪, ২০২২, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৯৭ ১৯ বার দেখেছে
শিক্ষার্থীদের কোরআনের আয়াত পড়ে শুনালেন শামীম ওসমান

কলেজ শিক্ষার্থীদের কোরআন শরিফের আয়াত অর্থসহ পড়ে বুঝালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

সরকারি তোলারাম কলেজে আয়োজিত এক ইফতার মাহফিলে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এই কোরআন শরিফ পড়েন।

সরকারি তোলারাম কলেজের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

 

কোরআন শরিফের আয়াতে বাংলায় অনুবাদ করে ছাত্রদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যখন তোমরা নামাজ শেষ কর, তখন দাঁড়িয়ে, বসে কিংবা শা‌য়িত অবস্থায় আল্লাহর জিকির করো। সূরা আল মমিনে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো আমি সারা দিবো। সূরা আল ইমরানের ৯নং আয়াতে বলা হয়, নিশ্চই আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না।

 

তিরমিযী শরীফে নবী মোহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো। যা মন্দ কাজকে মুছে দিবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো।

 

শামীম ওসমান আরও বলেন, অনেকেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি; কিন্তু এর ফজিলত অনেক বড়। মূসা (আ.) বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ। আমাকে এমন একটা বিষয় শিক্ষা দান করুন। যা দ্বারা আমি আপনাকে স্মরণ করবো, আহ্বান করবো। আল্লাহ তায়ালা বলেন, হে মুসা বলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। মুসা (আ.) বলেন, এটা তো আপনার সকল বান্দাই বলে থাকে। উত্তরে আল্লাহ বলেন, আমি ব্যতিত্ব আমি ব্যতিত্ব, আকাশ-জমিনসহ যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখ, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক দিকে রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বড় হবে।

এ সময় তিনি কোরআন বুঝে বুঝে পড়ার পরামর্শ দেন।

 

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

 

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শাহ্ মো. আমিনুল ইসলাম, জীবন কৃষ্ণ মদক ও আমিনুল ইসলাম।

 

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও ভিপি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুব লীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রদান প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress