ওয়াজ ও দোয়ার মাহফিলের এক মঞ্চে উঠবেন নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান আর বাংলাদেশের আলোচিত বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী।
আগামী ২৩ মে জালকুড়ি দক্ষিণপাড়ায় ফয়েজ মার্কেট সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা। তিনিও ‘খেলা হবে’; স্লোগান দিয়ে বাংলা ভাষাবাসীর কাছে পরিচিত হয়ে উঠেছেন।
গিয়াস উদ্দিন আত তাহেরী ব্রাহ্মণবাড়িয়ার ফরেজিয়া দরবার শরীফের পীর ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তবে, তিনি ‘ঢেলে দেই’ হুজুর নামেই বেশি পরিচিত।
জালকুড়ি দক্ষিণপাড়া যুব ও কিশোর সংঘের উদ্যোগে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন গিয়াস উদ্দিন আত তাহেরী, বিশেষ বক্তা থাকছেন মুফতী আনোঢার হোসাইন আল ক্বাদেরি।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে একেএম শামীম ওসমানের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাইতুল আতিক জামে মসজিদের সভাপতি মো. ওমর আলী।
মাহফিলে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু। মাহফিল পরিচালনায় থাকবেন মুফতি বেলাল আহমদ।