নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান’র শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে ফিরেছেন। বিগত দুই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার (২৫ মার্চ) তথ্যটি দৈনিক সবারকন্ঠকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।
শাহ নিজাম দৈনিক সবারকন্ঠকে বলেন, চিকিৎসকের পরার্মশে শুক্রবার সংসদ সদস্য শামীম ওসমান বাড়িতে চলে গিয়েছেন, তবে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। তিনি অনেকটা সুস্থতা বোধ করায় বাড়িতে চলে এসেছেন, তবে চিকিৎসকের পরার্মশে আছেন। তিনি কি কারণে হসপিটালে ভর্তি হয়েছেন এই মুহুর্তে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাংসদের সহধর্মিণী সালমা ওসমান লিপি ও ছেলে ইমতিনান ওসমান অয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে শামীম ওসমানের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চান।
সালমা ওসমান লিপি ফেসবুকে লিখেন, সংসদ সদস্য শামীম ওসমান গতকাল (বুধবার) রাত থেকে অসুস্থ। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।